আল কুরআনুল কারীম হলো জীবন্ত মু‘জিযাহ। এটি মানুষের জন্য আল্লাহ তা’আলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নি’আমত। দুনিয়ার প্রকৃত সুখ-শান্তি ও সফলতা এবং পরকালে মুক্তির একমাত্র সঠিক-সরল ও সহজ পথ হলো এর অনুসরণ। সুতরাং মুসলমান মাত্রই বিশ্বাস করতে হবে যে, আল কুরআন আল্লাহ তা’আলার কালাম, তাই এর তিলাওয়াত শিখতে হবে বিশুদ্ধভাবে, সাথে সাথে পরিপূর্ণরূপে আমল করার জন্য তা বুঝতে হবে সঠিকভাবে, তবেই এর যথাযথ হক আদায় বা কর্তব্য পালন করা হবে। আল কুরআনের ভাষা আরবী। বাংলা ভাষার ত্রিশ কোটিরও অধিক মানুষ অধিকাংশই আরবী জানেন না। এই বিশাল জনগোষ্ঠীকে আল কুরআনের আলো পৌঁছাতে হলে বাংলা ভাষার বিকল্প নেই। এ লক্ষ্য কে সামনে রেখেই কুরআনের সঠিক ও মানসম্পন্ন তাফসীর জনগণের কাছে উপস্থাপন করবার জন্য কিছু সংখ্যক চিন্তাশীল, উদ্যমী আকাবিরের পদাঙ্ক অনুসারী, আধুনিকতা-মননশীলতা ও ঐতিহ্যের সেতুবন্ধন সৃষ্টিকারী আলেম-উলামার যুগান্তকারী প্রয়াস জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ। জাতীয় তাফসীর ফাউন্ডেশন প্রাথমিকভাবে নিম্নোক্ত লক্ষ্যসমূহ সামনে নিয়ে ২০০৪ সালের ২০ এপ্রিল তার শুভ যাত্রা শুরু করে।